আন্দোলনরতদের সবাইকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিনি বলেন, ছাত্রদের কাজ হচ্ছে শান্ত হওয়া এবং আমাদের সহযোগিতা করা। আন্দোলনরত যারা আছেন তারা সবাই ঘরে ফিরে যান।
সোমবার (৫ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলনে একথা বলেন সেনাপ্রধান।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘আমি আদেশ দিয়েছি, সেনাবাহিনী গোলাগুলি করবে না, পুলিশ গোলাগুলি করবে না। আমার এ বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে এবং আমরা সুন্দর পরিস্থিতির দিকে যাচ্ছি।’
দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা কিছু সময় দেন, ইনশাআল্লাহ সবাই মিলে সবকিছু সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হবো। আপনারা আর সংঘাতের পথে যাবেন না। দেশের অনেক ক্ষতি হচ্ছে। এসব কাজ থেকে বিরত হোন।
সেনাপ্রধান বলেন, ‘আমি কথা দিচ্ছি, সব হত্যার বিচার করবো। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখুন, আমি সব দায়-দায়িত্ব নিচ্ছি।
সেনাবাহিনী আইনশৃঙ্খলা ঠিক রাখার কাজ চালিয়ে যাবে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানান জেনারেল ওয়াকার-উজ-জামান।
টিটি/এএসএ/জিকেএস