আন্দোলনে আহত নাহিদের পরিবার পেল জোড়া মহিষ

2 weeks ago 17

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী নাহিদ হাসানের পরিবারকে বিজিবির পক্ষ থেকে এক জোড়া মহিষ দেওয়া হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে নওগাঁয় নাহিদ হাসানের বাবা সাইদুর আলমের হাতে মহিষগুলো হস্তান্তর করেন বিজিবি ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান।

জানা গেছে, আহত নাহিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ২০ জুলাই ঢাকার রামপুরা বনশ্রী এলাকায় গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার বাবা সাইদুর আলম নওগাঁ জেলার মান্দা উপজেলার পিড়াকৈর গ্রামের বাসিন্দা।

লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান বলেন, আহত নাহিদ হাসানের ঘটনাটি নজরে আসার পর বিজিবি জানতে পারে যে, নাহিদের বাবা কৃষি কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। এরপর বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় আহত নাহিদের পরিবারকে ১৬ বিজিবির পুনর্বাসন সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে চাষাবাদ করে জীবিকা নির্বাহের জন্য দুটি হালের মহিষ প্রদানের উদ্যোগ নেওয়া হয়।

Read Entire Article