বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কিশোর আরাফাতের (১১) জানাজা সম্পন্ন হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার বড় ভাই হাসান আলী।
এর আগে গতকাল রোববার দিনগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আরাফাতের মৃত্যু হয়। সে মাদরাসার শিক্ষার্থী ছিল।
- আরও পড়ুন
- ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আরাফাত মারা গেছেন
- জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ আরও দুজনের মৃত্যু
এদিকে, আরাফাতের জানায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, আরাফাতের বাবা শহিদুল ইসলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সাইদুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং ছাত্রনেতা সারজিস আলম উপস্থিত ছিলেন।
আরাফাতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হয় আরাফাত। এরপর প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে সিএমএইচে পাঠানো হয়। সাড়ে চার মাস সেখানে চিকিৎসাধীন থেকে রোববার রাতে সে মারা যায়।
এমইউ/এমকেআর/এএসএম