আপত্তির পর এনসিসি থেকে সরে এলো ঐকমত্য কমিশন

2 months ago 5

জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের প্রস্তাব থেকে সরে এসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর বিকল্প হিসেবে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ গঠনের প্রস্তাব দিয়েছে কমিশন।

বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপে এ তথ্য জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ।

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন মতামত ও আপত্তিকে গুরুত্ব দিয়ে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এনসিসি নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আসা আপত্তি, মতবিরোধ ও উদ্বেগ আমলে নিয়ে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন প্রস্তাবে রাষ্ট্রপতি কিংবা প্রধান বিচারপতির মতো নির্বাহী বা বিচার বিভাগের শীর্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হচ্ছে না।

প্রস্তাবিত কমিটিতে থাকবেন জাতীয় সংসদের উচ্চকক্ষ (যদি গঠিত হয়) এবং নিম্নকক্ষের স্পিকার।

এই নিয়োগ কমিটির ক্ষমতা সীমিত থাকবে শুধু সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ সংস্থাগুলোর নিয়োগপ্রক্রিয়ায়। তবে আর্মি, নেভি ও এয়ার ফোর্সের প্রধান, কিংবা অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ এই কমিটির আওতার বাইরে থাকবে।

Read Entire Article