আপেল, আঙুর, নাশপাতি, কমলা, মাল্টাসহ বিভিন্ন ধরনের তাজা ফল আমদানিতে সম্পূরক শুল্ক কমিয়েছে সরকার। এসব ফল আমদানিতে ২৫ শতাংশের অতিরিক্ত সম্পূরক শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে বাজারে এসব ফলে দাম কমতে পারে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ১২ মার্চ এসব ফল আমদানিতে ৫ শতাংশ অগ্রিম কর কমায় সরকার।
সোমবার (১৭ মার্চ) এ সংক্রান্ত আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অবিলম্বে তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্পূরক শুল্কের সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত আমদানিকারকরা পাবেন বলেন আদেশে বলা হয়।
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমানের সই করা আদেশে বলা হয়, সরকার মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সালের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সালের ৫৭ নং আইন) এর প্রথম তফসিলভুক্ত পণ্যসমূহের মধ্যে নিম্নবর্ণিত পণ্যসমূহের ক্ষেত্রে ২৫ শতাংশের অতিরিক্ত সম্পূরক শুল্ক অব্যাহতি প্রদান করলো।
যেসব ফল আমদানিতে সম্পূরক শুল্ক কমানো হলো
তাজা বা শুকনা কমলালেবু, তাজা বা শুকনা লেবু জাতীয় ফল, তাজা বা শুকনা আঙুর, তাজা বা শুকনা লেবু, তাজা আপেল ও নাশপাতি।
এর আগে গত ৯ জানুয়ারি আমদানি করা ফলের ওপর সম্পূরক শুল্ক ২০ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়েছিল। ফলে বাজারে আমদানি করা বিদেশি ফলের দাম বেড়ে যায়।
বর্তমানে ফল আমদানির ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক, ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক, ৩০ শতাংশ সম্পূরক শুল্ক, ৫ শতাংশ অগ্রিম কর, ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ আগাম কর রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, মোটামুটি যত ধরনের শুল্ক-কর আছে সবই বসে ফলের ওপর। সব মিলিয়ে এতদিন শুল্ক-করভার ছিল ১৩৬ শতাংশ। ১০০ টাকা ফল আমদানি করলে ১৩৬ টাকা কর দিতে হতো। অগ্রিম কর কমানোয় এখন করভার কিছুটা কমবে। যার প্রভাবে ফলের দাম কিছুটা কমতে পারে।
এসএম/কেএসআর