আপেল খেয়ে ভাইবোনের মৃত্যু

1 week ago 10

খুলনায় বিষাক্ত ফল খেয়ে ভাইবোনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বুধবার (১৩ নভেম্বর) এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন, রূপসা উপজেলার শ্রীফলতলা চন্দন শ্রী এলাকার বাসিন্দ শারীরিক প্রতিবন্ধী মাসুদ রানার শিশু কন্যা ইরানী (৫) ও ছেলে মো. আব্দুল গনি (৪)।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রূপসা উপজেলার শ্রীফলতলা এলাকার শারীরিক প্রতিবন্ধী মাসুদ রানার দুই শিশু সন্তান বাজার থেকে কেনা খোলা মোয়া ও আপেল খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে দুজনই অসুস্থ হয়ে পড়ে। পরদিন বুধবার সকালে তাদের খুলনা সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা। অবস্থা গুরুতর হওয়ায় তাদের আনা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ বছর বয়সী মেয়ে ইরানী ও সন্ধ্যায় ছেলে মো. আব্দুল গনি মারা যান।

নিহতদের বাবা মাসুদ রানার স্থানীয় বাজারে মুদি দোকান রয়েছে ও মা নার্গিস বেগম মানুষের বাড়ি কাজ করেন। ওই দম্পত্তির মাছুরা নামের ৮ বছর বয়সী আরেক কন্যা সন্তান রয়েছে।

রূপসা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, রাতে মৃত দুই শিশুর বাবা কিছু ফল কিনে নিয়ে বাড়িতে যান। রাতে তারা খাবার খাওয়ার পর আপেল খায়। এর কিছুক্ষণ পর তারা দুজন অসুস্থ হয়ে পড়লে তাদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসার জন্য তাদের প্রথমে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ আসেনি। কেউ অভিযোগ করলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, বিষাক্ত ফল খেয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তাদের ময়নাতদন্ত করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে সঠিক তথ্য জানা যাবে।

Read Entire Article