‘আফগান দর্শকের’ সঙ্গে কী ঘটেছিল খুশদিল শাহর?

22 hours ago 8

মেজাজ হারিয়ে দর্শকের দিকে তেড়ে গিয়েছেন খুশদিল শাহ। এ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। অনেকেই এমন আচরণের জন্য খুশদিলকে দুষছেন। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই ঘটনায় পাশে দাঁড়ালো তাদের ক্রিকেটারেরই।

পিসিবি জানিয়েছে, পাকিস্তান-বিরোধী স্লোগান দেওয়াতেই খেপে গিয়েছিলেন খুশদিল। পশতু ভাষায় এই স্লোগান দেওয়ায় মনে করা হচ্ছে, আফগানি দর্শকদের কোনো একটা অংশ এই কাজটা করেছে ইচ্ছেকৃতভাবে।

পাকিস্তানের নিউজিল্যান্ড সফরের শেষ ওয়ানডের ঘটনা। এমনিতেই টানা তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হওয়ায় পাকিস্তানের ক্রিকেটাররা ছিলেন মানসিকভাবে পর্যদুস্ত। এর মধ্যে মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে এক দর্শক কটুক্তি করতে থাকেন।

পিসিবি পরে একটি বিবৃতি জারি করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। পিসিবি তাদের খেলোয়াড়দের আচরণের পক্ষেই কথা বলেছে। কথিত আফগান দর্শকদের একটি অংশের গালিগালাজ এবং পাকিস্তান বিরোধী স্লোগানের কথা উল্লেখ করেছে তারা। যদিও সঠিক কারণটি এখনও স্পষ্ট নয়।

পিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘পাকিস্তান টিম ম্যানেজমেন্ট জাতীয় খেলোয়াড়দের ওপর অশালীন ভাষা প্রয়োগের তীব্র নিন্দা জানায়। পাকিস্তান বিরোধী স্লোগান শোনার পর খুশদিল শাহ এমনটা করেন, কিন্তু পশতুতে অনুপযুক্ত মন্তব্যের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে।’

পাকিস্তান দলের আনুষ্ঠানিক অভিযোগের পর অবশেষে আপত্তিকর দর্শকদের বের করে দেওয়া হয়। খুশদিল শাহ পরে নিউজিল্যান্ড থেকে টেলিকম এশিয়া স্পোর্টকে জানান, ওই ব্যক্তি পাকিস্তানকে গালিগালাজ শুরু করার পর তিনি প্রতিক্রিয়া দেখিয়েছেন।

খুশদিল বলেন, ‘তারা খেলোয়াড় এবং দলের সমালোচনা করছিল। কিন্তু যখন তারা আমার দেশকে গালিগালাজ করতে শুরু করে, তখন আমি রেগে গিয়ে এই লোকটির কাছে যাই, কিন্তু সে থামেনি। এর পরেই আমি তার মুখোমুখি হই।’

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, খুশদিল যখন বেড়া পার হয়ে ওই ভক্তের মুখোমুখি হওয়ার চেষ্টা করছিলেন, তখন তাকে থামিয়ে দেন পাকিস্তানের রিজার্ভ খেলোয়াড় ইরফান খান এবং একজন পুলিশ সদস্য।

এমএমআর/এমএস

Read Entire Article