আফগান সীমান্তে হামলায় পাকিস্তানের ছয় সেনা নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুররাম জেলায় একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ছয় সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার রাত থেকে মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরের মধ্যে এ ঘটনা ঘটে। বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন তিনজন পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তা। অক্টোবরের রক্তক্ষয়ী সংঘর্ষের পর পাকিস্তান ও আফগানিস্তান ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় রাখতে চেষ্টা চালাচ্ছে। এমন প্রেক্ষাপটে আফগান সীমান্তঘেঁষা কুররাম জেলায় নতুন এই হামলা উদ্বেগ বাড়িয়েছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের ভেতর থেকে সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্ত পাড়ি দিয়ে তাদের নিরাপত্তা বাহিনীকে টার্গেট করছে। তবে কাবুল এসব অভিযোগ অস্বীকার করে বলছে—এগুলো পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত সমস্যা। হামলার দায় এখনো কোনো সংগঠন স্বীকার করেনি। অক্টোবরের পর থেকেই সীমান্ত উত্তেজনা বাড়ছে। গত শুক্রবারের ভারী গোলাগুলিতে অন্তত পাঁচজন নিহত হন। কাতার, তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্থতায় তিন দফা শান্তি আলোচনা হলেও স্থায়ী কোনো চুক্তি হয়নি।

আফগান সীমান্তে হামলায় পাকিস্তানের ছয় সেনা নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুররাম জেলায় একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ছয় সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার রাত থেকে মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরের মধ্যে এ ঘটনা ঘটে। বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন তিনজন পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তা। অক্টোবরের রক্তক্ষয়ী সংঘর্ষের পর পাকিস্তান ও আফগানিস্তান ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় রাখতে চেষ্টা চালাচ্ছে। এমন প্রেক্ষাপটে আফগান সীমান্তঘেঁষা কুররাম জেলায় নতুন এই হামলা উদ্বেগ বাড়িয়েছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের ভেতর থেকে সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্ত পাড়ি দিয়ে তাদের নিরাপত্তা বাহিনীকে টার্গেট করছে। তবে কাবুল এসব অভিযোগ অস্বীকার করে বলছে—এগুলো পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত সমস্যা। হামলার দায় এখনো কোনো সংগঠন স্বীকার করেনি। অক্টোবরের পর থেকেই সীমান্ত উত্তেজনা বাড়ছে। গত শুক্রবারের ভারী গোলাগুলিতে অন্তত পাঁচজন নিহত হন। কাতার, তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্থতায় তিন দফা শান্তি আলোচনা হলেও স্থায়ী কোনো চুক্তি হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow