আফগানিস্তানে আবারও কূটনৈতিক কার্যক্রম শুরু করেছে সৌদি আরব

3 hours ago 2
আফগানিস্তানের রাজধানী কাবুলে সৌদি আরবের দূতাবাস রোববার (২২ ডিসেম্বর) থেকে তার কূটনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করেছে। সোমবার (২৩ ডিসেম্বর) মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। এদিকে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সৌদি আরবের কূটনৈতিক কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তিন বছরেরও বেশি সময় পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২১ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় আসার পর সৌদি আরব তার কর্মীদের প্রত্যাহার করেছিল। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়া আহমেদ এক বিবৃতিতে বলেন, আমরা এই কার্যক্রম আবারও শুরুর মাধ্যমে সৌদি আরব ও আফগানিস্তানের সম্পর্ক এবং সহযোগিতা শক্তিশালী হওয়ার আশা করছি। এছাড়া, সৌদি আরবে বসবাসরত আফগানদের সমস্যাও সমাধান করা সম্ভব হবে। সৌদি আরব রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। সেখানে বলা হয়েছে, সৌদি সরকার আফগান জনগণের জন্য সেবা প্রদান করতে চায়, তাই কাবুলে সৌদি দূতাবাসের কার্যক্রম ২২ ডিসেম্বর থেকে পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, সৌদি আরব ও আফগানিস্তানের সম্পর্ক ১৯৩২ সালে শুরু হয়, যখন সৌদি আরব আফগান জনগণের সাহায্যে প্রথম ইসলামিক দেশ হিসেবে সহায়তা প্রদান করেছিল। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব আফগানিস্তানে বিভিন্ন মানবিক প্রকল্প চালু করেছে, যার মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, পানি এবং খাদ্য নিরাপত্তা অন্তর্ভুক্ত রয়েছে। সৌদি আরব আফগানিস্তানে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছে এবং দীর্ঘকালীন সংঘর্ষের পর স্থিতিশীল পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানায়। ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর সৌদি আরব তার কূটনীতিকদের কাবুল থেকে প্রত্যাহার করেছিল, তবে পরে কনসুলার সেবা ফের চালু করার ঘোষণা দেয় এবং কেএস-রিলিফের মাধ্যমে সহায়তা প্রদান করে আসছে।
Read Entire Article