২০২৪ সালে জলবায়ু বিপর্যয়ের কারণে আফগানিস্তানে অর্ধ মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এক প্রতিবেদনে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ১২ মাসে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে প্রায় ৯০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর বন্যা, খরা ও অন্যান্য দুর্যোগে পাঁচ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এদিকে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, শিলাসহ ভারী বৃষ্টির কারণে দুটি প্রদেশে ২৯ জন নিহত হয়েছেন।
পশ্চিম ফারাহ প্রদেশে শিলাবৃষ্টির কারণে ২১ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সেখানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরাইল সায়ার।
দক্ষিণ কান্দাহারে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে সেখানের বিভিন্ন স্থানে আটজন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।
বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে আফগানিস্তান অন্যতম। দেশটি জলবায়ু পরিবর্তনের প্রভাবে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।
২০২৩ সালে জাতিসংঘের উন্নয়ন সংস্থার আফগানিস্তান প্রতিনিধি স্টিফেন রড্রিকেস বলেছিলেন, যে খরা, বন্যা, ভাঙন ও কৃষি উৎপাদনশীলতা হ্রাসই দেশটির প্রধান হুমকি।
গত বছরের মে মাসে আকস্মিক বন্যায় আফগানিস্তানে শত শত মানুষ নিহত হন। ডুবে যায় অধিকাংশ কৃষি জমি।
সূত্র: এএফপি
এমএসএম