আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নয় শিশুসহ নিহত ১০

আফগান কর্তৃপক্ষের দাবি, পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে অন্তত নয় শিশু ও এক নারী নিহত হয়েছে। মঙ্গলবার তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানান, মধ্যরাতে (১৯:৩০ জিএমটি) খোস্তের গুরবুজ জেলায় স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে হামলাটি চালানো হয়। মুজাহিদ এক্স–এ দেওয়া পোস্টে লিখেছেন, পাকিস্তানের “আক্রমণকারী বাহিনী” ওই বাড়িতে বোমা ফেললে পাঁচ ছেলে, চার মেয়ে ও এক নারী নিহত হন এবং পুরো বাড়িটি ধ্বংস হয়ে যায়। তিনি আরও জানান, একই রাতে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার এবং পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও বিমান হামলার ঘটনা ঘটেছে, যেখানে অন্তত চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। দুই দেশের মধ্যে চলমান অস্থির পরিস্থিতিতে এই হামলা উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার নাজুক যুদ্ধবিরতি এরই মধ্যে টলমল অবস্থায় রয়েছে, যেখানে উভয় পক্ষই আলোচনায় অগ্রগতি না হওয়ার জন্য একে অপরকে দায়ী করছে। হামলার পরদিনই পাকিস্তানের পেশোয়ারে দেশটির আধা-সামরিক ফোর্স ফেডারেল কনস্ট্য

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নয় শিশুসহ নিহত ১০

আফগান কর্তৃপক্ষের দাবি, পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে অন্তত নয় শিশু ও এক নারী নিহত হয়েছে। মঙ্গলবার তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানান, মধ্যরাতে (১৯:৩০ জিএমটি) খোস্তের গুরবুজ জেলায় স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে হামলাটি চালানো হয়।

মুজাহিদ এক্স–এ দেওয়া পোস্টে লিখেছেন, পাকিস্তানের “আক্রমণকারী বাহিনী” ওই বাড়িতে বোমা ফেললে পাঁচ ছেলে, চার মেয়ে ও এক নারী নিহত হন এবং পুরো বাড়িটি ধ্বংস হয়ে যায়।

তিনি আরও জানান, একই রাতে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার এবং পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও বিমান হামলার ঘটনা ঘটেছে, যেখানে অন্তত চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দুই দেশের মধ্যে চলমান অস্থির পরিস্থিতিতে এই হামলা উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার নাজুক যুদ্ধবিরতি এরই মধ্যে টলমল অবস্থায় রয়েছে, যেখানে উভয় পক্ষই আলোচনায় অগ্রগতি না হওয়ার জন্য একে অপরকে দায়ী করছে।

হামলার পরদিনই পাকিস্তানের পেশোয়ারে দেশটির আধা-সামরিক ফোর্স ফেডারেল কনস্ট্যাবুলারির সদর দপ্তর লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়। পাকিস্তান তালেবান থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত জমাতুল আহরার এই হামলার দায় স্বীকার করে। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি জানায়, হামলাকারীরা আফগান নাগরিক ছিলেন। প্রেসিডেন্ট আসিফ জারদারি এই হামলার জন্য “বিদেশি সমর্থিত ফিতনা আল-খাওয়ারিজ”কে দায়ী করেন, যা পাকিস্তানের মতে আফগান ভূখণ্ডে সক্রিয় টিটিপি–সংযুক্ত নেটওয়ার্ক।

চলতি মাসের শুরুতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আরেক আত্মঘাতী হামলায় কমপক্ষে ১২ জন নিহত হন। পাকিস্তান দাবি করে, হামলাকারী চক্রটি “আফগানিস্তানভিত্তিক উচ্চপর্যায়ের নির্দেশনায়” হামলা পরিচালনা করেছে।

সূত্র-আল জাজিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow