আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (১৯ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার দুপুরে কাবুলের শাহর-এ-নাও এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকাটি কাবুলের অন্যতম নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত। এলাকাটিতে মূলত বিদেশি নাগরিক, ব্যবসায়ী ও কূটনীতিকরা বসবাস করেন। দেশটিতে কড়া নিরাপত্তার মধ্যেও এমন হামলার ঘটনায় রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
রয়টার্সকে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি জানান, ‘প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। তবে নিহতের সঠিক সংখ্যা কিংবা এটি আত্মঘাতী হামলা ছিল কিনা সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
আফগান টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, শাহর-ই-নাও এলাকার একটি চীনা রেস্
আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (১৯ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার দুপুরে কাবুলের শাহর-এ-নাও এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকাটি কাবুলের অন্যতম নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত। এলাকাটিতে মূলত বিদেশি নাগরিক, ব্যবসায়ী ও কূটনীতিকরা বসবাস করেন। দেশটিতে কড়া নিরাপত্তার মধ্যেও এমন হামলার ঘটনায় রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
রয়টার্সকে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি জানান, ‘প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। তবে নিহতের সঠিক সংখ্যা কিংবা এটি আত্মঘাতী হামলা ছিল কিনা সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
আফগান টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, শাহর-ই-নাও এলাকার একটি চীনা রেস্তোরাঁর কাছে বিস্ফোরণটি ঘটে। সূত্রের দাবি, চীনা কর্মকর্তাদের বহনকারী একটি গাড়িই ছিল এই হামলার মূল লক্ষ্য। এ ঘটনায় দুইজন চীনা নাগরিক গুরুতর আহত হয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, নীল বাতি লাগানো একটি ট্রাকে বিস্ফোরণ ঘটছে। যদিও ভিডিওটির সত্যতা এখনও যাচাই করা হয়নি, তবে দৃশ্য দেখে অনেকেই এটিকে আত্মঘাতী হামলা বলে মনে করছেন।
ঘটনার পরপরই গোটা এলাকা ঘিরে ফেলেছে তালেবান নিরাপত্তা বাহিনী। জোরদার করা হয়েছে উদ্ধার ও তল্লাশি অভিযান। তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।