আফগানিস্তানের কাছে মুদ্রার উল্টো পিঠ দেখলো বাংলাদেশ

2 hours ago 2

হংকংকে হারিয়ে ইমার্জিং টিম এশিয়া কাপে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখলো পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়রা। ১৬৪ রানের বড় সংগ্রহ তুলেও আফগানিস্তান ‘এ’ দলের কাছে ৪ উইকেটে হেরে গেল বাংলাদেশ।

রোববার ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৬৪ রান করে বাংলাদেশ ‘এ’ দল। ৩২ বলে ৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। আরেক ওপেনার জিসান আলি (৭ বলে ৪) আউট হয়ে গেলে দ্বিতীয় উইকেটে সাইফ হোসেনের সঙ্গে ৫৬ রানের জুটি করেছিলেন ইমন।

পঞ্চম উইকেটে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি করেন তাওহিদ হৃদয় ও শামীম হোসেন। ৩১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন হৃদয়। শামীম উইকেটে ছিলেন ২৪ বলে ৩৮ রানে।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশকে একাই ডুবিয়ে দেন আফগান ওপেনার সিদিকুল্লাহ আতাল। ৫৫ বলে ৯৫ রানের অপরাজিত ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। তাকে সহায়তা করেন জুবায়েদ আকবারি (৮ বলে ১৬) ও শহিদুল্লাহ (২২ বলে ১৯)।

শেষ পর্যন্ত ৪ বল আর ৪ উইকেটে হাতে রেখেই টানা দ্বিতীয় জয় তুলে নেয় আফগানিস্তান।

এমএইচ/জিকেএস

Read Entire Article