আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের পর যা বললেন লিটন

9 hours ago 7
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে স্বস্তির জয় পেল বাংলাদেশ। মঙ্গলবার রাতে গ্রুপ–‘বি’ ম্যাচে ৮ রানের জয় নিশ্চিত করে দল, তবে অধিনায়ক লিটন দাস মনে করেন ব্যাট হাতে আরও ১৫–২০ রান যোগ করতে পারলে ম্যাচটা অনেক আগেই সহজ হয়ে যেত। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে তোলে ৫ উইকেটে ১৫৪ রান। ওপেনার তানজিদ হাসান ঝোড়ো ব্যাটিংয়ে করেন ৩১ বলে ৫২ রান, সঙ্গে সাইফ হাসান যোগ করেন ৩০। পরে তাওহীদ হৃদয় ২৬ রান করেন, আর শেষ দিকে জাকের আলী (১২*) ও নুরুল হাসান (৬ বলে ১২*) ছোট ক্যামিও খেলেন। তবে শেষ চার-পাঁচ ওভারে রান তোলার গতি মন মতো হয়নি বলে মন্তব্য করেন লিটন। আফগানিস্তান জবাবে আজমাতউল্লাহ ওমরজাই (১৬ বলে ৩০) ও অধিনায়ক রশিদ খান (১১ বলে ২০) চেষ্টা করলেও মোস্তাফিজুর রহমান (৩/২৮) ও তাসকিন আহমেদ (২/৩৪) নিয়মিত আঘাতে ম্যাচ বাংলাদেশের দখলে রাখেন। যদিও বেশি কৃতিত্ব শুরুর ওভারে নিয়ন্ত্রণ স্পিনার নাসুম আহমেদের (৪-১-১১-২) ও মাঝের ওভার লেগস্পিনার রিশাদ হোসেন (৪-০-১৮-২)। শেষ পর্যন্ত আফগানিস্তান থামে ১৪৬ রানে। ম্যাচ শেষে লিটনের মুখে স্বস্তির সুর: ‘জয়টা অবশ্যই স্বস্তির, তবে শেষ দিকে আমরা ব্যাট হাতে ভালো করতে পারিনি। অন্তত ১৫–২০ রান কম করেছি। তবুও নাসুম আর রিশাদ যেভাবে বল করেছে, সেটা ছিল অসাধারণ। তামিম (তানজিদ)ও দারুণ ব্যাট করেছে, শুরুতে ওপেনিং জুটিটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।’ এশিয়া কাপে বাঁচা–মরার ম্যাচ জিতে বাংলাদেশ এখনো টিকে রইল সুপার ফোরের দৌড়ে। যদিও মূল ভাগ্য নির্ধারিত হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের জয়ীর ওপর।
Read Entire Article