২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারে হামলার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। তার নাম রাজিব ওরফে মো. মারুফ হোসেন রাজিব (৩৭)। তিনি খিলগাঁও মডেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে খিলগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৬ আগস্ট মো. আওলাদ হোসেন বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর ত জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস দলের নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ করছিলেন। খিলগাঁওয়ের তিলপাপাড়ায় নির্বাচনী প্রচারণা চলাকালে ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করে নির্বাচনী প্রচারণা বন্ধ করে দেয়। হামলায় মামলার বাদীসহ বিএনপির অনেক নেতা-কর্মী আহত হন।
এছাড়াও আক্রমণকারীরা বিএনপির নেতা-কর্মীদের ওপর ককটেল বিস্ফোরণ ঘটায়।
ডিসি তালেবুর রহমান আরও বলেন, এ ঘটনায় রুজুকৃত মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এজাহারভুক্ত আসামি রাজিবকে গ্রেফতার করা হয়।
টিটি/এমআইএইচএস/এমএস