আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে জামায়াতের শোক

3 hours ago 4

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক শোকবাণীতে তিনি এ বার্তা জানান।

শোকবাণীতে তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান ২৫ ফেব্রুয়ারি ভোর ৬টায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তার ইন্তিকালে শোক প্রকাশ করছি।

তিনি আরও বলেন, আব্দুল্লাহ আল নোমান একজন বর্ষীয়ান রাজনীতিক। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তার অনেক অবদান রয়েছে। তার ইন্তিকালে জাতি একজন দেশপ্রেমিক রাজনীতিককে হারালো। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার-পরিজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

এএএম/এমআইএইচএস/জেআইএম

Read Entire Article