আবর্জনার স্তূপে মিলল মুখ বাঁধা যুবকের মরদেহ

15 hours ago 13

গাইবান্ধার পলাশাবাড়ী উপজেলার একটি আবর্জনার স্তূপ থেকে অজ্ঞাত এক যুবকের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার মহাসড়ক ঘেঁষে মহেশপুর নামকস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে হঠাৎ করে ওই স্থানে আবর্জনার স্তূপে কাপড়ে মুখ বাঁধা অবস্থায় এই অজ্ঞাত যুবকের (২৮) মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তে উৎসুক মানুষের ভিড় জমে। পরে পুলিশ সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠান।

স্থানীয় হাফিজ মিয়া বলেন, সকাল ৮টার দিকে আমি এই লাশটা দেখছি। শুধু মুখবাঁধাই ছিল না। লাশটির মাথাতে আঘাতও দেখতে পায়। কেউ মনে হয় হত্যা করে এই আবর্জনার স্তূপে ফেলে গেছে। সুষ্ঠু তদন্ত চাই আমরা।

পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তার নাম-পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মরদেহটি পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Read Entire Article