সংগীতে দু’জনের পাশাপাশি পথচলা দুই দশকেরও বেশি সময় ধরে, এই শহরে। এরমধ্যে জাহিদ আকবর মূলত গীতিকবি ও সাংবাদিক, লুৎফর হাসান একাধারে গীতিকবি, সুরকার ও কণ্ঠশিল্পী। তবে এসব যোগ্যতা বা পরিচয় ছাপিয়ে দু’জনে মূলত নিখাদ বন্ধু।
সেই বন্ধু যুগলের যৌথ গানের সংখ্যাও কম নয়। যদিও মাঝে ১৬টি বছর তাদের গান বাঁধা হয়নি একসঙ্গে, নানাবিধ কারণে।
অবশেষে ১৬ বছর পর জাহিদ আকবরের কথায় সুর করে গাইলেন লুৎফর হাসান।... বিস্তারিত