আবার ফাইনালে স্পেন, ৩২ বছর পর স্বর্ণ জয়ের হাতছানি

1 month ago 22

১৯৯২ সালে ঘরের মাঠে অলিম্পিক গেমস ফুটবলে স্বর্ণ জিতেছিল স্পেন। তারপর দুইবার ফাইনালে উঠেও হারানো স্বর্ণ উদ্ধার করতে পারেনি তারা। সর্বশেষ ২০২০ টোকিও অলিম্পিকের ফাইনালে তাদের স্বপ্ন ভাঙে ব্রাজিলের কাছে হেরে। স্পেন আবার ফাইনালে, দীর্ঘ ৩২ বছর পর আবার স্বর্ণ জয়ের হাতছানি।

সোমবার (৫ আগস্ট) রাতে প্যারিস অলিম্পিক ফুটবলের প্রথম সেমিফাইনালে মরক্কোর মুখোমুখি হয়েছিল স্পেন। পিছিয়ে পড়েও ২-১ গোলে ম্যাচ জিতে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে স্প্যানিশরা।

৩৭ মিনিটে পেনাল্টিতে গোল করে মরক্কোকে লিড এনে দিয়েছিলেন সওফিয়ান রাহিমি। ৬৫ মিনিটে ম্যাচে সমতা আনেন স্পেনের ফার্মিন লোপেজ। ৮৫ মিনিট পর্যন্ত স্কোর ১-১ থাকায় ধরে নেওয়া হয়েছিল ম্যাচ গড়াতে পারে অতিরিক্ত সময়ে। তবে ৮৬ মিনিটে হুয়ান লুইসের নাটকীয় গোল স্বর্ণের লড়াইয়ে তুলে দেয় স্পেনকে।

ফ্রান্স ও মিশরের দ্বিতীয় সেমিফাইনাল বিজয়ী দলের বিপক্ষে ৯ আগস্ট স্বর্ণের লড়াইয়ে নামবে স্পেন।

আরআই/কেএসআর

Read Entire Article