আবারও ‘ইন্সপেক্টর গালিব’ নিয়ে আলোচনায় শাহরুখ

3 hours ago 6

অতীতেও এই সিনেমার খবর শিরোনামে এসেছে। তবে শেষপর্যন্ত শুটিংয়ে গড়ায়নি। আবারও শোনা যাচ্ছে ‘ইন্সপেক্টর গালিব’ নামের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাহরুখ খান। পরিচালক মাধুর ভান্ডারকর এই তথ্য জানিয়েছেন। পিঙ্কভিলার সাথে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই তথ্য দেন তিনি।

তিনি জানিয়েছেন, ২০১৮ সালের আগে ‘ইন্সপেক্টর গালিব’ ছবিটি নিয়ে আলোচনা হয়েছিল। সেই আলোচনা খুব বেশি অগ্রগতি পায়নি। তবে তিনি আশা করছেন, সিনেমাটি অবশ্যই নির্মিত হবে।

মাধুর ভান্ডারকর বলেন, ‘আমি সিনেমাটি তৈরি করতে চাই। এটি একটি অ্যাকশন-প্যাকড সিনেমা। তবে বাস্তবভিত্তিক। এটি খুবই সাম্প্রতিক একটি বিষয়ের উপর নির্মিত হবে।’

তবে এখনো তিনি সিনেমাটি শাহরুখ খানকে নিয়েই বানাতে চান কি না সে বিষয়টি নিশ্চিত করেননি।

এছাড়াও তিনি তার আগামীর কাজগুলো নিয়ে কথা বলেছেন। তিনি জানান, ‘আমি এখন দুটি স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি। একটি হলো একটি খুব শক্তিশালী মুম্বাইভিত্তিক গল্প। অন্যটি ভিন্ন ভাবনার একটি কাজ। আমি ‘ওয়াইভস অফ বলিউড’ তৈরি করতে চাই। মূলত বলিউড ইন্ডাস্ট্রির স্ত্রীরা কিভাবে তাদের জীবনের ওঠাপড়া, সংগ্রাম এবং চ্যালেঞ্জের সাথে মোকাবিলা করেন সেগুলো তুলে আনতে চাই।’

এলআইএ/জেআইএম

Read Entire Article