আবারও কমলো জ্বালানি তেলের দাম

সোমবার রাশিয়ার নভোরোসিস্ক রপ্তানি বন্দরে দুই দিনের বিরতির পর পুনরায় তেল লোডিং শুরু হওয়ায় তেলের দাম কমেছে। ইউক্রেনের সাম্প্রতিক হামলার কারণে বন্ধ থাকা বন্দরে লোডিং শুরু হওয়ায় বাজারে সরবরাহের অনিশ্চয়তা কিছুটা কমেছে। ব্রেন্ট তেল কমেছে ১৯ সেন্ট বা ০.৩% এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট কমেছে ১৮ সেন্ট বা ০.৩%। গত শুক্রবার নভোরোসিস্ক এবং ক্যাসপিয়ান পাইপলাইন টার্মিনালে রপ্তানি বন্ধ থাকায় সূচকগুলো ২%-এর বেশি বৃদ্ধি পেয়েছিল। নভোরোসিস্ক বন্দরে পুনরায় লোডিং শুরু হওয়াকে অল্প সময়ের জন্য দাম কমানোর কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে ইউক্রেনের হামলা এখনও বাজারে অনিশ্চয়তার কারণ হিসেবে রয়ে গেছে। ইউক্রেনের সামরিক বাহিনী শনিবার রাশিয়ার Ryazan তেল পরিশোধক এবং রবিবার Novokuibyshevsk তেল পরিশোধকও লক্ষ্যবস্তু করেছে। বিনিয়োগকারীরা পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবও পর্যবেক্ষণ করছেন। মার্কিন নিষেধাজ্ঞার কারণে লুকয়েল ও রোসনেফটের সঙ্গে লেনদেন বন্ধ রয়েছে এবং যেকোনো দেশ যদি রাশিয়ার সঙ্গে ব্যবসা করে, সেখানে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা রয়েছে। এদিকে, তেল উৎপাদন সংস্থা OPEC+ ডিসেম্বর মাসের উৎপাদন দৈনিক ১,৩৭,০০০ ব্যারেল বাড়ানোর সিদ্ধ

আবারও কমলো জ্বালানি তেলের দাম

সোমবার রাশিয়ার নভোরোসিস্ক রপ্তানি বন্দরে দুই দিনের বিরতির পর পুনরায় তেল লোডিং শুরু হওয়ায় তেলের দাম কমেছে। ইউক্রেনের সাম্প্রতিক হামলার কারণে বন্ধ থাকা বন্দরে লোডিং শুরু হওয়ায় বাজারে সরবরাহের অনিশ্চয়তা কিছুটা কমেছে।

ব্রেন্ট তেল কমেছে ১৯ সেন্ট বা ০.৩% এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট কমেছে ১৮ সেন্ট বা ০.৩%। গত শুক্রবার নভোরোসিস্ক এবং ক্যাসপিয়ান পাইপলাইন টার্মিনালে রপ্তানি বন্ধ থাকায় সূচকগুলো ২%-এর বেশি বৃদ্ধি পেয়েছিল। নভোরোসিস্ক বন্দরে পুনরায় লোডিং শুরু হওয়াকে অল্প সময়ের জন্য দাম কমানোর কারণ হিসেবে দেখা হচ্ছে।

তবে ইউক্রেনের হামলা এখনও বাজারে অনিশ্চয়তার কারণ হিসেবে রয়ে গেছে। ইউক্রেনের সামরিক বাহিনী শনিবার রাশিয়ার Ryazan তেল পরিশোধক এবং রবিবার Novokuibyshevsk তেল পরিশোধকও লক্ষ্যবস্তু করেছে। বিনিয়োগকারীরা পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবও পর্যবেক্ষণ করছেন। মার্কিন নিষেধাজ্ঞার কারণে লুকয়েল ও রোসনেফটের সঙ্গে লেনদেন বন্ধ রয়েছে এবং যেকোনো দেশ যদি রাশিয়ার সঙ্গে ব্যবসা করে, সেখানে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা রয়েছে।

এদিকে, তেল উৎপাদন সংস্থা OPEC+ ডিসেম্বর মাসের উৎপাদন দৈনিক ১,৩৭,০০০ ব্যারেল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী বছরের প্রথম তিন মাসে উৎপাদন বৃদ্ধির বিরতি ঘোষণা করেছে।

বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বজুড়ে সরবরাহ বৃদ্ধি থাকলেও ভূ-রাজনৈতিক ঝুঁকি ও হামলার কারণে তেলের দাম অস্থিতিশীল থাকতে পারে। বিশ্লেষকরা আরও জানিয়েছেন, সামনের কয়েক মাসে দাম সামান্য কমতে পারে, তবে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে তা পুনরায় স্থিতিশীল থাকবে।

সূত্র : শাফাক নিউজ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow