আবারও কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ আনাস

রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আনাস বিন আতিক আবারও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। মিসরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ৭০টি দেশের অংশগ্রহণকারীদের পেছনে ফেলে তিনি প্রথম স্থান অর্জন করেন। বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় ফলাফল ঘোষণা করা হয়। হাফেজ আনাসের ওস্তাদ হাফেজ নেছার আহমদ আন নাছিরী সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, চার দিনব্যাপী প্রতিযোগিতাটি শুরু হয় গত শনিবার (৭ ডিসেম্বর)। উদ্বোধনের পর থেকেই বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে উত্তীর্ণ হয়ে শেষ পর্যন্ত শীর্ষস্থান অর্জন করেন আনাস। জাতীয় পর্যায়ে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত বাছাইপর্বে প্রথম হয়ে তিনি আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার সুযোগ পান। এর আগেও সৌদি আরব ও লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন আনাস। তিনবারের এই বিশ্বজয়ীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় হযরত শাহজালা

আবারও কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ আনাস

রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আনাস বিন আতিক আবারও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। মিসরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ৭০টি দেশের অংশগ্রহণকারীদের পেছনে ফেলে তিনি প্রথম স্থান অর্জন করেন। বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় ফলাফল ঘোষণা করা হয়।

হাফেজ আনাসের ওস্তাদ হাফেজ নেছার আহমদ আন নাছিরী সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, চার দিনব্যাপী প্রতিযোগিতাটি শুরু হয় গত শনিবার (৭ ডিসেম্বর)। উদ্বোধনের পর থেকেই বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে উত্তীর্ণ হয়ে শেষ পর্যন্ত শীর্ষস্থান অর্জন করেন আনাস।

জাতীয় পর্যায়ে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত বাছাইপর্বে প্রথম হয়ে তিনি আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার সুযোগ পান।

এর আগেও সৌদি আরব ও লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন আনাস। তিনবারের এই বিশ্বজয়ীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow