আবারও চালু হচ্ছে নগর পরিবহন
বড় হাঁক-ডাক দিয়ে ২০২১ সালের ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ঢাকা নগর পরিবহন নামে প্রথম বাসসেবা চালু হয়েছিল। পরে আরও দুটি রুটে এই সেবা চালু হয়। সেই সময়ে দেড়শ বাস নিয়ে চালু হওয়া নগর পরিবহন গত তিন মাস বন্ধ রয়েছে। তবে নতুন করে চালুর উদ্যোগ নিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে ৪২টি রুটে একযোগে চালু হবে নগর পরিবহন সেবা। রাজধানীতে গণ পরিবহনে শৃঙ্খলা আনা, যত্রতত্র যাত্রী তোলার প্রতিযোগিতা কমানোসহ নগরবাসীকে স্বস্তি দিতে ঘটা করে চালু করা হয়েছিল ঢাকা নগর পরিবহন। শুরুতে বেশ সাড়া পড়েছিল এই ব্যবস্থায়। শুরুর সাফল্যে পর্যায়ক্রমে এই