জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তারিখ আবারও পিছিয়েছে। নতুন তারিখ হিসেবে ১১ সেপ্টেম্বরকে ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় শুরু হওয়া দীর্ঘ ১০ ঘণ্টার মিটিং শেষে এই তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।
এসময় শিক্ষার্থীরা বিচার কাজ শেষ না করার জন্য প্রশাসনকে অভিযুক্ত করেন। একপর্যায়ে উপাচার্য বিচার কার্য শেষ করতে পুনরায় সময় চান। এরপর উপস্থিত প্রশাসনের সবার সঙ্গে আলোচনা শেষে বিচার ও জাকসু নির্বাচনের নতুন রোডম্যাপ ঘোষণা করেন উপাচার্য।
নতুন রোডম্যাপ অনুযায়ী, ৪ আগস্টের মধ্যে জুলাই হামলায় জড়িত ছাত্রলীগের সাময়িক বহিষ্কৃতদের চূড়ান্ত বিচার হবে, একই দিনে জাকসুর তফসিল ঘোষিত হবে। ৩১ আগস্ট হামলায় মদদদাতা শিক্ষকদের চূড়ান্ত বিচার নিশ্চিত হবে এবং ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন হবে।
এদিকে নতুন করে তারিখ ঘোষণায় অকার্যকর হয়েছে আগের নির্বাচন কমিশন। এখন ফের নির্বাচন কমিশন গঠন করে পুনরায় তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
সৈকত ইসলাম/জেডএইচ/জিকেএস