আবারও ভারতে বিমান বিধ্বস্ত, এক পাইলট নিহত

22 hours ago 10

ভারতীয় বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) রাতে প্রশিক্ষণ বিমানটি দেশটির গুজরাটের জামনগর বিমান বাহিনী স্টেশনের কাছে বিধ্বস্ত হয় বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, প্রশিক্ষণ বিমানটি জামনগর শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সুভারদা গ্রামের একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়।

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার আগে বিমানে থাকা দুই পাইলটের মধ্যে একজন নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। তবে অপর পাইলটকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া যায়।

ওই কর্মকর্তা আরও জানান, বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে বিমানে থাকা দ্বিতীয় পাইলটকে বাঁচানো সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং এরপরই দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উঠতে দেখেন।

দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। তবে এ ঘটনায় তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে বলে ধারণা করা হচ্ছে।

Read Entire Article