আবারও ভূমিকম্প; জানা গেল উৎপত্তিস্থল ও মাত্রা
গত শনিবার দেশে তিনবার ভূমিকম্প অনুভূত হওয়ার পর মাত্র পাঁচদিনের ব্যবধানে আবারও আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আবারও দেশে ভূমিকম্প অনুভূত হলো। বৃহস্পতিবার বিকাল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে সর্বশেষ কম্পনটি রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬, গভীরতা মাত্র ১০ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্র টঙ্গির ২১ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে অবস্থিত। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়। এর আগে বুধবার গভীর রাত এবং বৃহস্পতিবার প্রথম প্রহরে দুটি ভূমিকম্প অনুভূত হয়। প্রথমটি ৩টা ২৯ মিনিট ৫৫ সেকেন্ডে বঙ্গোপসাগরে, আর দ্বিতীয়টি ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে সিলেটে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, বঙ্গোপসাগরে রাতের ভূমিকম্পের মাত্রা ছিল ৪.০ এবং গভীরতা ১০ কিলোমিটার। কেন্দ্র থেকে টেকনাফের দূরত্ব ছিল ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজিও জানিয়েছে, বঙ্গোপসাগরের ভূমিকম্পের কেন্দ্র থেকে ত্রিপুরার বিলোনিয়া শহরের দূরত্ব ছিল ৩৩৪ কিলোমিটার দক্ষিণে। মোটের ওপর, মাত্র পাঁচ দিনের ব্যবধানে দেশের বিভিন্ন অঞ্চলে চারবারের বেশি ভূমিকম্প অনুভূত হওয়ায় জনজীবনে উদ্বেগ
গত শনিবার দেশে তিনবার ভূমিকম্প অনুভূত হওয়ার পর মাত্র পাঁচদিনের ব্যবধানে আবারও আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আবারও দেশে ভূমিকম্প অনুভূত হলো।
বৃহস্পতিবার বিকাল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে সর্বশেষ কম্পনটি রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬, গভীরতা মাত্র ১০ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্র টঙ্গির ২১ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে অবস্থিত। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়।
এর আগে বুধবার গভীর রাত এবং বৃহস্পতিবার প্রথম প্রহরে দুটি ভূমিকম্প অনুভূত হয়। প্রথমটি ৩টা ২৯ মিনিট ৫৫ সেকেন্ডে বঙ্গোপসাগরে, আর দ্বিতীয়টি ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে সিলেটে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, বঙ্গোপসাগরে রাতের ভূমিকম্পের মাত্রা ছিল ৪.০ এবং গভীরতা ১০ কিলোমিটার। কেন্দ্র থেকে টেকনাফের দূরত্ব ছিল ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজিও জানিয়েছে, বঙ্গোপসাগরের ভূমিকম্পের কেন্দ্র থেকে ত্রিপুরার বিলোনিয়া শহরের দূরত্ব ছিল ৩৩৪ কিলোমিটার দক্ষিণে।
মোটের ওপর, মাত্র পাঁচ দিনের ব্যবধানে দেশের বিভিন্ন অঞ্চলে চারবারের বেশি ভূমিকম্প অনুভূত হওয়ায় জনজীবনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
What's Your Reaction?