আবারও হলিউডের সিনেমায় বাঙালি অভিনেত্রী

2 months ago 32

ভারতের বাঙালি অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। হলিউডে বেশ কিছু কাজ করেছেন এবং আন্তর্জাতিক শোবিজে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। তবে তার প্রধান পরিচিতি ভারতীয় সিনেমার অভিনেত্রী হিসেবে। বিশেষ করে বাংলা এবং হিন্দি সিনেমায় তিনি বেশ জনপ্রিয়।

সম্প্রতি আবারও হলিউডের নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। কমেডি ধাঁচের ছবিটির নাম ‘মিস (এস) শেফ)। এ ছবির প্রধান মহিলা চরিত্রে তিনি অভিনয় করতে যাচ্ছেন। তার বিপরীতে আছেন কার্লোস বারডেম।

ভারতের গোয়া চলচ্চিত্র উৎসবে এই সিনেমার খবরটি প্রকাশ হয়েছে বলে দাবি করেছে ভেরাইটি।

সিনেমাটি নির্মাণ করবে যুক্তরাজ্য ও ভারতভিত্তিক প্রযোজনা সংস্থা আভানি ফিল্মস।

বর্তমানে সিনেমাটির গল্প তৈরির কাজ চলছে। আগামী বছরে এর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা আনু বৈদ্যানাথন। তিনি বলেন, ‘কঙ্কনার অভিজ্ঞতা আমাদের ছবিটির প্রধান চরিত্র রুমির জন্য খুব কাজে লাগবে। সেজন্যই তাকে বাছাই করা। কঙ্কনা এবং কার্লোসের মতো দুই কিংবদন্তি শিল্পীকে ছবিটির সঙ্গে যুক্ত করতে পেরে আমি উচ্ছ্বসিত। মনে হচ্ছে একটি সফল জার্নি শুরু করতে যাচ্ছি।’

ছবিতে দেখা যাবে একজন মায়ের গল্প। তার দুই সন্তান আছে। তাদের সামলে তিনি একজন একজন ফিল্মমেকার হিসেবেও সফল হওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এসব সামলে চলতে গিয়ে তার সংসারে দেখা দেয় ঝামেলা।

কঙ্কনা সেন শর্মা ছবিটি সম্পর্কে বলেন, “আমি এই ছবির কমেডির উপস্থাপনা, নারীদের প্রতিনিধিত্ব এবং সংলাপের প্রতি আকৃষ্ট হয়েছি।’

এলএ/এএসএম

Read Entire Article