আবারও ১১ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরকান আর্মি

2 weeks ago 16
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ বাংলাদেশি ১১ জেলেকে ধরে নিয়ে গেছে। এদের মধ্যে পাঁচজন বাংলাদেশি বাকি ছয়জন রোহিঙ্গা জেলে বলে জানা গেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরের দিকে টেকনাফ নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।  শাহপরীর দ্বীপ জেটি ঘাটে বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাঝি বলেন, স্থানীয় জেলেদের মাধ্যমে জেনেছি মঙ্গলবার সাগর থেকে মাছ ধরে নৌঘাটে ফেরার পথে আরাকান আর্মি সদস্যরা স্পিডবোট যোগে এসে অস্ত্রের মুখে ট্রলারসহ ১১ জেলেকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি জেলে বাকি ছয়জন রোহিঙ্গা জেলে বলে জানা গেছে। তিনি আরও বলেন, এর আগে আমার মালিকানাধীন একটি ট্রলারসহ ১২ জেলেকে আরাকান আর্মি আটক করে নিয়ে যাওয়ার পর থেকে এখনো তাদের ছেড়ে দেয়নি। নাফ নদ বা সাগরে বারবার আরাকান আর্মির কারণে জেলেরা ভয় ও আতঙ্কে থাকেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, মঙ্গলবার দুপুরের দিকে জেনেছি আবারও আরাকান আর্মির হাতে ১১ জেলে আটক হয়েছে। নাইক্ষ্যংদিয়া অংশে যে সমস্যা হচ্ছে সে বিষয় নিয়ে আইনশৃঙ্খলা সভায় কথা হয়েছে। তবে জেলেদের মাছ ধরার সময় সতর্ক থাকতে হবে, জেলেরা যেন কোনো মতে মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশ না করে। উল্লেখ্য, এর আগে গত এক সপ্তাহে ৩৮ জন জেলে আরাকান আর্মির হাতে আটক হওয়ার পর থেকে এখনো তারা ছাড়া পায়নি।
Read Entire Article