আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী তৈয়বুর কারাগারে

2 hours ago 1

স্বাক্ষর জাল করে প্লট বরাদ্দ, প্রতারণা, জালিয়াতি ও অনিয়মের অভিযোগে গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী মো. তৈয়বুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ জানুয়ারি) তাকে ঢাকা মহানগর দায়রা জাজ জাকির হোসেন গালিবের আদালতে হাজির করা হয়ে। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত মঙ্গলবার দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাতের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম সচিবালয়ে তার কর্মস্থল থেকে তাকে গ্রেপ্তার করে। এরই মধ্যে তার বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে কমিশন। বুধবার সংস্থার উপসহকারী পরিচালক মো. রোকনুজ্জামান বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে এবং দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তাদের সই জাল করে প্লট বরাদ্দসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড সংঘটিত করেছেন তৈয়বুর রহমান।

Read Entire Article