আবাসিক হল খুলে দিতে জাবি শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

1 month ago 23

সব আবাসিক হল খুলে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

শনিবার (৩ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ সংলগ্ন ‘মহুয়া মঞ্চ’-এ দাঁড়িয়ে এই আলটিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রশিদ জিতু।

তিনি বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার মধ্যে আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবি জানাচ্ছি। নির্ধারিত সময়ের মধ্যে জরুরি সিন্ডিকেট ডেকে হল খোলার ব্যাপারে প্রশাসন যদি সিদ্ধান্ত না নেয়, তাহলে পরবর্তী পদক্ষেপ শিক্ষার্থীরা নিজ হাতে নেবেন।’

আবাসিক হল খুলে দিতে জাবি শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

আন্দোলনের আরেক সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৯ দিন ধরে অন্যায্যভাবে হল বন্ধ রেখেছে। আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি। যদি হল খুলে দেওয়া না হয়, তাহলে পরবর্তী ব্যবস্থা আর প্রশাসনের হাতে থাকবে না। শিক্ষার্থীরা ভিসি, প্রক্টর, প্রভোস্টদের পরিত্যাগ করবে। তারা নিজেরা নিজ দায়িত্বে হলে উঠে যাবেন।’

ইউজিসির নির্দেশ মোতাবেক গত ১৭ জুলাই জরুরি সিন্ডিকেট ডেকে হল বন্ধ করে দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এসআর/এমএস

Read Entire Article