আবাসিক হোটেল থেকে নারীসহ আ.লীগ নেতা আটক

1 month ago 9

সিলেটের একটি আবাসিক হোটেল থেকে নারীসহ আওয়ামী লীগ নেতা আজমল হোসেন সেলিমকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর লালবাজার এলাকার হোটেল আল-জালাল থেকে তাকে আটক করা হয়।

আটক আজমল হোসেন সেলিম সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক।

তিনি বলেন, হোটেল আল-জালালের একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে অবস্থান করছিলেন সেলিম ও তার পরকীয়া প্রেমিকা। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করেছে। হোটেলের রেজিস্ট্রার খাতায় নারীকে নিজের স্ত্রী বলে উল্লেখ করা হয়েছে। তবে তিনি সত্যিই তার স্ত্রী কিনা সেটা যাচাই-বাছাই করা হচ্ছে। তার  বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ আছে কিনা আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

Read Entire Article