আবাসিক হোটেলে অনৈতিক কর্মকান্ডে আটক ২০
বরিশাল নগরীতে অনৈতিক ও অসামাজিক কর্মকান্ডের অভিযোগে অভিযান চালিয়ে দুটি আবাসিক হোটেল থেকে নারী ও পুরুষসহ ২০ জনকে আটক করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে নগরীর পোর্টরোডের হোটেল পপুলার ও হোটেল চিল-এ এই অভিযান পরিচালনা করা হয়। কোতয়ালীর ওসি মো. আল মামুন-উল ইসলাম বলেন, পুলিশ কমিশনারের নির্দেশে এ অভিযান চালানো হয়। এখন থেকে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কোতয়ালী পুলিশ ব্যাপক সাড়াশী অভিযান চালাবে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি জানান, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ব্যাপী এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আট পুরুষ ও ১২ নারীকে বিভিন্ন কক্ষ থেকে আটক করা হয়। অভিযান চলাকালে হোটেল দুটির বিভিন্ন কক্ষে তল্লাশি করে সন্দেহজনক অবস্থায় তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের অনেকেই দীর্ঘদিন ধরে এসব হোটেলে নিয়ম বহির্ভূতভাবে অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটকদের পরিচয় ও কার্যকলাপ যাচাই করে তদন্ত কার্যক্রম শেষে আদালতে পাঠানো হয়েছে। এলাকাবাসী জানান, হোটেল পপুলার ও হোটেল চিলকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা
বরিশাল নগরীতে অনৈতিক ও অসামাজিক কর্মকান্ডের অভিযোগে অভিযান চালিয়ে দুটি আবাসিক হোটেল থেকে নারী ও পুরুষসহ ২০ জনকে আটক করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে নগরীর পোর্টরোডের হোটেল পপুলার ও হোটেল চিল-এ এই অভিযান পরিচালনা করা হয়।
কোতয়ালীর ওসি মো. আল মামুন-উল ইসলাম বলেন, পুলিশ কমিশনারের নির্দেশে এ অভিযান চালানো হয়। এখন থেকে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কোতয়ালী পুলিশ ব্যাপক সাড়াশী অভিযান চালাবে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি জানান, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ব্যাপী এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আট পুরুষ ও ১২ নারীকে বিভিন্ন কক্ষ থেকে আটক করা হয়। অভিযান চলাকালে হোটেল দুটির বিভিন্ন কক্ষে তল্লাশি করে সন্দেহজনক অবস্থায় তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের অনেকেই দীর্ঘদিন ধরে এসব হোটেলে নিয়ম বহির্ভূতভাবে অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটকদের পরিচয় ও কার্যকলাপ যাচাই করে তদন্ত কার্যক্রম শেষে আদালতে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, হোটেল পপুলার ও হোটেল চিলকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ ছিল। দিনের বিভিন্ন সময় অপরিচিত লোকজনের আনাগোনায় তারা উদ্বিগ্ন ছিলেন। পুলিশের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেন এবং নিয়মিত নজরদারির দাবি জানান।
আটক ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। আটকরা হলেন: মিঠুন দেবনাথ (২৬), মো. সুমন দাস (৩৫), মো. জাফর হাওলাদার (৩৫), মো. আরিফ হাওলাদার (৩৫), শাওন সিকদার (২৫), শাকিব ফকির (২০), এনায়েত আলম (৫০), জাফর হাওলাদারসহ (৫০) ১৯ জন।
What's Your Reaction?