রাজধানীর আদাবর থানাধীন আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া মাদক অভিযান পরিচালনা করে তিনজন এবং অন্যান্য অভিযোগে সাতজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৪ জুন) আদাবর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৫ জুন) ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য জানিয়েছেন।
মেহেদী হাসান বলেন, বুধবার আদাবর থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৬ জন নারী ও চারজন পুরুষসহ মোট ২০ জনকে গ্রেফতার করে। এছাড়া মাদক অভিযান পরিচালনা করে তিনজন এবং অন্যান্য অভিযোগে সাতজন আসামিসহ মোট ৩০ জনকে গ্রেফতার করে।
আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন শাহানা (২৭), সুমি (২৩), সুমাইয়া (২৩), নিলুফা (২৩), সেলিনা (২৫), শ্রাবন্তী (২১), আশা (১৮), আয়শা (১৯), শিল্পী (২৬), সাথী (১৯), মুন্নি (২৪), শাহানা (২৪), মীম (১৮), সায়েমা (২৩), ঋতু (২৭), মনিকা (২৮), মোশারফ (৩২), রাজ্জাক (৫০), মধু (৪২) ও মো. মানিক (৪০)।
মাদক অভিযানে গ্রেফতার হওয়া আসামিরা হলেন মো. রাকিব (১৯), মো. মুন্না (১৮) ও ইয়াসিন রহমান তানভীর (২০)।
অন্যান্য অভিযোগে গ্রেফতার হওয়া আসামিরা হলেন মো. আলামিন (১৯), মো. নাজিম উদ্দিন (১৮), মো. হৃদয় (২০), মো. আকাশ মিয়া (২২), মো. রাজিব (২০), মো. আসিফ (২০) ও মো.সাকিব (২৪)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মেহেদী হাসান।
কেআর/এমএমএআর/জেআইএম

 4 months ago
                        67
                        4 months ago
                        67
                    








 English (US)  ·
                        English (US)  ·