আবাহনীকে অপেক্ষায় রাখলো মোহামেডান

3 weeks ago 16

শাইনপুকুরের দম শেষ। বিকেএসপি ৩ নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ৭ উইকেটে হেরে অবস্থানচ্যুত আকবর আলীর দল।

ওদিকে শেরে বাংলায় প্রাইম ব্যাংক আর মোহামেডান লড়াই চললো অনেকক্ষণ। ঘড়ির কাঁটা বৃহস্পতিবার বিকেল ৫টা ৩৭ মিনিটে গিয়ে শেষ হলো মোহামেডান আর প্রাইম ব্যাংক ম্যাচ।

অনেক লড়াই সংগ্রামের পর জাকির হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, শেখ মেহেদিদের ৩৩ রানে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে অপেক্ষায় রাখলো ইমরুল কায়েস, রনি তালুকদার, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনিদের মোহামেডান।

আগেই জানা, আবাহনীও আজ বৃহস্পতিবার সুপার লিগের দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপকে ১৭১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে কক্ষপথে। প্রথম লিগ আর সুপার লিগ মিলে ১৩ খেলার সবকটায় জিতে শান্ত-লিটন-শরিফুল-তাসনিকদের পয়েন্ট এখন ২৬।

আজ জিতে মোহামেডানের সংগ্রহ ১৩ খেলায় ২০ পয়েন্ট। মানে আবাহনী আর মোহামেডানের পয়েন্ট পার্থক্যটা এখনও ৬-ই থাকলো। শিরোপা নিশ্চিত করতে সুপার লিগের শেষ ৩ ম্যাচ থেকে আর একটি জয় প্রয়োজন আকাশি-হলুদদদের।

এখন ধানমন্ডির দলটিকে তাই পরের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। আগামী ২৯ এপ্রিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাথে সেই ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন আবাহনী। একই দিন খেলা থাকবে মোহামেডানেরও।

তবে আবাহনী জিতে গেলে পয়েন্ট দাঁড়াবে ২৮। তখন মোহামেডানের জয়-পরাজয় অর্থহীন হয়ে পড়বে। মোহামেডানও যদি পরের খেলায় জিতে যায় তাহলে পয়েন্ট হবে ২২। পার্থক্যটা সেই ৬ পয়েন্টেই বহাল থাকবে। তখন শেষ ২ খেলায় আবাহনী হারলেও পয়েন্ট ২৮ থাকবে। আর মোহামেডান আবাহনীসহ বাকি ২ খেলায় জিতলেও ২৬ পয়েন্টের ওপরে যেতে পারবে না। আবাহনীই চ্যাম্পিয়ন হয়ে যাবে। কাজেই এবারের লিগে মোহামেডানের রানার্সআপ হবার সম্ভাবনাই বেশি।

বৃহস্পতিবার হোম অব ক্রিকেটে মোহামেডান ব্যাটাররা নিজেদের ব্যর্থতা মুছে ৩১৭ রানের বড় স্কোর গড়েছেন। ওপেনার রনি তালুকদার উপহার দিয়ে এক ‘বিগ হান্ড্রেড।’ নারায়ণগঞ্জের এ টপ অর্ডারের ব্যাট থেকে এসেছে ১৩১ বলে ১৪১ রানের বড় ইনিংস। যার ৮৬ রান (৯ ছক্কা ও ৮ চার) বাউন্ডারি ও ওভার বাউন্ডারি থেকে।

এছাড়া ফর্মে থাকা মাহিদুল ইসলাম অঙ্কন (৭৭ বলে ৫০ ) এবং মেহেদী হাসান মিরাজের ঝোড়ো ফিফটিতে (২৯ বলে ৫৩ অপরাজিত) মোহামেডান ৩০০ পার করে।

জবাবে ওপেনার তামিম ইকবাল (১৪) শুরুতে রানআউট হয়ে গেলে ধাক্কা খায় প্রাইম ব্যাংক। এরপর আরেক ওপেনার পারভেজ ইমন (৫৪ বলে ৩৮), শাহাদাত হোসেন দিপু (৭৩ বলে ৫১), জাকির হাসান (৪৪ বলে ৪১) ও মুশফিকুর রহিম (১২ বলে ১০) ওভারপিছু লক্ষ্য পূরণ করতে না পারায় প্রাইম ব্যাংক ম্যাচ থেকে অনেক পিছিয়ে পড়ে। শেষ দিকে শেখ মেহেদি (৪৫ বলে ৬৪) আর সানজামুল ইসলাম নয়ন (৩৫ বলে ৪৯) আক্রমণাত্মক মেজাজে খেলে ব্যবধান কমান শুধু।

সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান: ৫০ ওভারে ৩১৭/৬ (ইমরুল কায়েস ৮, রনি তালুকদার ১৪১, হাবিবুর রহমান মুন্না ৮, মাহিদুল অঙ্কন ৫০, মাহমুদউল্লাহ রিয়াদ ২৮, মেহেদী মিরাজ ৫৩ অপরাজিত, আরিফুল ২১; শেখ মেহেদি ২/৭২, হাসান মাহমুদ ১/৬৮, তাইজুল ১/২৮, সানজামুল ১/৭৩, রুবেল হোসেন ১/৭৫)

প্রাইম ব্যাংক: ৪৮.৫ ওভারে ২৮৪/১০ (তামিম ইকবাল ১৪, পারভেজ ইমন ৩৮, শাহাদাত দিপু ৫১, জাকির হাসান ৪১, মুশফিকুর রহিম ১০, শেখ মেহেদি ৬৪, সানজামুল ইসলাম ৪৯; আবু হায়দার রনি ২/৫৮, নাসুম আহমেদ ২/৪৮, নাসুম ২/৫৬, মুশফিক হাসান ২/৫৯, মেহেদী হাসান মিরাজ ১/৭৩, নাইম হাসান ১/৪১)

ফল: মোহামেডান ৩৩ রানে জয়ী।
ম্যাচসেরা: রনি তালুকদার (মোহামেডান)।

এআরবি/এমএমআর/জেআইএম

Read Entire Article