আবু সাঈদের বাবা অসুস্থ, সেনাবাহিনীর হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

4 weeks ago 21

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে রংপুর থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেওয়া হয়।

আবু সাঈদের বড় ভাই রমজান আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ৭ ডিসেম্বর শহীদ আবু সাঈদের বাবা জ্বর ও পেটের ব্যথা নিয়ে রংপুর সিএমএইচে ভর্তি হন। পরে ১০ ডিসেম্বর তাকে হৃদযন্ত্রের উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সের করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়।

রমজান আলী বলেন, পরীক্ষা-নীরিক্ষার পর বাবার হার্ট অ্যাটাক হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তার বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রমজান আলী।

জিতু কবীর/এফএ/এমএমএআর/জেআইএম

Read Entire Article