আব্দুস সোবহানের স্মরণে দোয়া মাহফিল
বিশিষ্ট লেখক, বিসিএস ৮২ ব্যাচের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ আব্দুস সোবহানের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বেতাগী প্রগতি ফোরামের সভাপতি গোলাম কুদ্দুস মল্লিকের সভাপতিত্বে এবং সাবেক অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকারের সঞ্চালনায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় মরহুমের পরিবারের পক্ষে কনিষ্ঠ কন্যা সৌমিতা নওরিন ঊর্মি ও জামাতা সাব্বিরসহ বিসিএস ৮২ ব্যাচের বেশ কয়েকজন সাবেক সচিব ও অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই মরহুম আহমেদ আব্দুস সোবহানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অত:পর মরহুম আহমেদ আব্দুস সোবহানের মৃত্যুতে বেতাগী প্রগতি ফোরাম কর্তৃক লিখিত শোকবার্তা পাঠ ও মরহুমের পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করেন প্রগতি ফোরামের অন্যতম উপদেষ্টা ওয়াজেদ কামাল।
স্মরণসভায় মরহুম আহমেদ আব্দুস সোবহানের জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করে বক্তব্য দেন সাবেক সচিব ড. মোহাম্মদ আলী খান, সাবেক সচিব কেএইচ মাসুদ সিদ্দিকী, সাবেক সচিব হুমায়ুন খালিদ, সাবেক অতিরিক্ত সচিব বদিউল আলম, সা
বিশিষ্ট লেখক, বিসিএস ৮২ ব্যাচের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ আব্দুস সোবহানের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বেতাগী প্রগতি ফোরামের সভাপতি গোলাম কুদ্দুস মল্লিকের সভাপতিত্বে এবং সাবেক অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকারের সঞ্চালনায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় মরহুমের পরিবারের পক্ষে কনিষ্ঠ কন্যা সৌমিতা নওরিন ঊর্মি ও জামাতা সাব্বিরসহ বিসিএস ৮২ ব্যাচের বেশ কয়েকজন সাবেক সচিব ও অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই মরহুম আহমেদ আব্দুস সোবহানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অত:পর মরহুম আহমেদ আব্দুস সোবহানের মৃত্যুতে বেতাগী প্রগতি ফোরাম কর্তৃক লিখিত শোকবার্তা পাঠ ও মরহুমের পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করেন প্রগতি ফোরামের অন্যতম উপদেষ্টা ওয়াজেদ কামাল।
স্মরণসভায় মরহুম আহমেদ আব্দুস সোবহানের জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করে বক্তব্য দেন সাবেক সচিব ড. মোহাম্মদ আলী খান, সাবেক সচিব কেএইচ মাসুদ সিদ্দিকী, সাবেক সচিব হুমায়ুন খালিদ, সাবেক অতিরিক্ত সচিব বদিউল আলম, সাবেক অতিরিক্ত সচিব মো. আলাউদ্দিন, সাবেক অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব নাজমুল হুদা শামীম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) রাসেল সাবরিন, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডা. মজিবর রহমান, প্রগতি ফোরামের অন্যতম উপদেষ্টা আব্দুস শুকুর ও মরহুমের জামাতা সাব্বির।
স্মরণসভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন ডা. রুহুল আমিন।