আম বাগানে রাসেলস ভাইপার, পিটিয়ে মারলেন শ্রমিকরা

3 months ago 50

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার একটি আম বাগানে রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মেরেছেন শ্রমিকরা।

সোমবার (২৪ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আলালপুর গ্রামের মালিক মিজানুর রহমানের আম বাগানে ওই সাপটি দেখা যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাগান মালিক মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, শ্রমিকরা বাগানে আম পাড়ছিলেন। এসময় হঠাৎ তারা সাপটিকে দেখতে পান। পরে তারা আতঙ্কিত হয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেছেন। তবে সাপটি কিভাবে এই এলাকায় এসেছে এ বিষয়ে ধারণা নেই তার।

এ বিষয়ে ভোলাহাট উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশিস কুমার দেবনাথ জানান, ভোলাহাটে মহানন্দা নদী আছে। এর সঙ্গে পদ্মা নদীর সংযোগ রয়েছে। তাই রাসেলস ভাইপার সাপ ভেসে আসতে পারে। আর সাপটি বরেন্দ্র অঞ্চলে আগে থেকেই ছিল। বর্তমানে সাপটি সারাদেশে ছড়িয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ভোলাহাট উপজেলা বন কর্মকর্তা সেরাজুল ইসলাম জানান, এই অঞ্চলটি ভারত সীমান্তঘেষা এবং ওই এলাকায় অনেক ঝোপঝাড় রয়েছে। সেখান থেকেও রাসেলস ভাইপার আসতে পারে। নদীতে ভেসেও আসতে পারে। এ সময় তিনি কৃষকদের রাতের বেলা লাঠি ও টর্চ হাতে নিয়ে চলাচলেরও পরামর্শ দেন।

সোহান মাহমুদ/এনআইবি/জেআইএম

Read Entire Article