আমতলীতে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

1 month ago 11

আমতলীতে ঘন কুয়াশায় রাস্তা দেখতে না পেয়ে ঢাকা থেকে কুয়াকাটাগামী সুরভি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত ও শিশুসহ ৫ জন আহত হয়েছে। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় বরগুনা জেলার আমতলী উপজেলার ঘটখালী ইউনিয়নের কালিবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। বেলা ১১টায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন আমতলীতে থাকা বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ারহাউজ পরিদর্শক মো. হানিফ।

নিহত নারীর নাম রিমা আক্তার (৪১)। দুর্ঘটনায় তার দুই শিশু সন্তানও গুরুতর আহত হয়েছে। তাদের বাড়ি যশোরে। তিনি স্বামী-সন্তানদের নিয়ে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে সুরভী পরিবহনের একটি বাস কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসে। পরে আমতলী উপজেলার ঘটখালী ইউনিয়নের কালীবাড়ি নামক এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কবলে পড়ে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়। এছাড়া বাসের আরও ৫ যাত্রী আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা জন্য তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নুরুল আহাদ অনিক/এএইচ/জিকেএস

Read Entire Article