আমরা আমাদের প্রিয় নেত্রীকে হারাতে চাই না : মান্নান
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা আমাদের মা সমতুল্য প্রিয় নেত্রীকে হারাতে চাই না। তাই আমাদের মায়ের সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। পাশাপাশি সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবুল প্রধানের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা মাসুদুর রহমান মাসুদ, জাহাঙ্গীর হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পা
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা আমাদের মা সমতুল্য প্রিয় নেত্রীকে হারাতে চাই না। তাই আমাদের মায়ের সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
পাশাপাশি সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবুল প্রধানের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা মাসুদুর রহমান মাসুদ, জাহাঙ্গীর হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সদস্য ইমাম হোসেন বাদল।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক শাহীন আহম্মেদ, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, মহানগর যুবদলের সদস্য আরমান, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক জসিম উদ্দিন ও সদস্য সচিব সোহেল রহমান।
What's Your Reaction?