আমরা আমাদের মতো করে বাঁচি: নুসরাত জাহান

3 weeks ago 11
টালিপাড়ায় চলছে গুঞ্জনের ঝড়। মাসখানেক ধরে যশ দাসগুপ্ত ও নুসরাত জাহানের দাম্পত্যে ভাঙনের সুর শোনা যাচ্ছিল চারদিকে। তবে এবার সেই জল্পনার আগুনে জল ঢেলেছেন এই জনপ্রিয় জুটি। সম্পর্কের ভাঙন নয়, উল্টে নিজেদের অটুট বাঁধনকেই সামনে আনার চেষ্টা করেছেন তারা। আর সেই সঙ্গে দিলেন এক কড়া ইঙ্গিত, যা নতুন করে নাড়া দিয়েছে ভক্তদের কৌতূহলে। সম্প্রতি গুঞ্জন শোনা যায়, যশ নাকি পাত্তা দেন না নুসরাতকে, জড়িয়েছেন নতুন সম্পর্কে। আর এমন খবরে রেগেও যান নুসরাত। যদিও তারকা জুটি নিজেদের মান-অভিমানের খবর কাউকে টের পেতে দেন না।  এদিকে গুঞ্জন বাড়তেই বৃহস্পতিবার (২৮ আগস্ট) নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে এক ফ্রেমে হাসিখুশি মুখে ধরা দেন যশ-নুসরাত। সে সময় নিন্দুকদের প্রতি ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে নুসরাতের বক্তব্য ছিল, ‘লোকে যখন আমাদের নিয়ে গল্প বানাতে ব্যস্ত, তখন আমরা আমাদের মতো করে বাঁচি।’ এরপর ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ঘরের চার দেওয়ালের সমীকরণ নিয়ে তিনি বাইরে আলোচনা করতে নারাজ। তবে সম্প্রতি ছেলের জন্মদিন একাই কাটাতে দেখা যায় অভিনেত্রীকে। এদিকে গত বুধবার (২৭ আগস্ট) গণেশ পূজার আসরেও যশকে একাই দেখা যায়। এরপরই তাদের ডিভোর্সের গুঞ্জন টালিউডে দাবানল গতিতে ছড়িয়ে পড়ে। এদিকে এরই মাঝে মুক্তি পেয়েছে ‘রক্তবীজ ২’ ছবির আইটেম গান ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না’। নুসরাতকে এই গান নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘গানটি দেখে যশ আমাকে প্রশংসা করেছে। আমি এর আগেও আইটেম ডান্স করেছি, বাংলাদেশেও একটা ছবিতে আইটেম ডান্স করেছি। আর এই আইটেম ডান্সগুলো দর্শকদের পছন্দ হচ্ছে।
Read Entire Article