‘আমরা কোনো চাঁদাবাজি টেন্ডারবাজিকে প্রশ্রয় দেব না’

2 hours ago 4

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. মোবারক হোসাইন বলেছেন, আমরা এ বাংলাদেশের জমিনে বেঁচে থাকতে কাউকে কোনো অন্যায় করতে দেব না। আমরা কোনো চাঁদাবাজি টেন্ডারবাজিকে প্রশ্রয় দেব না। আমরা চাই, আগামী দিনে সবাই মিলে একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

ড. মোবারক হোসাইন বলেন, যারা বিগত দিনে ইসলামকে নিয়ে চক্রান্ত করেছেন। ইসলামকে দুনিয়া থেকে ষড়যন্ত্র করে দূরে সারানোর চেষ্টা করেছেন। ইসলামের কবর রচনার চেষ্টা করেছেন, তারাই সময়ের ব্যবধানে কবর রচিত হয়েছেন। ইসলামকে নিয়ে যারা চক্রান্তে লিপ্ত ছিলেন সময়ের ব্যবধানে তারাই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশে যদি একটি দুর্নীতিমুক্ত দল থাকে তার নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী। সবাই এক বাক্যে স্বীকার করবে। কারণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডে তা প্রমাণিত হয়েছেন। মাওলানা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন। অথচ তাদের বিরুদ্ধে একটি টাকারও দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। এ জন্য মানুষ মনে করে আগামী দিনের বাংলাদেশ ইসলামের। আগামী দিনের বাংলাদেশ আলেম-ওলামাদের বাংলাদেশ। এ দেশ হচ্ছে শাহজালাল, শাহ পরানের বাংলাদেশ। এ দেশ নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বাংলাদেশ।

ড. মোবারক হোসাইন বলেন, আমাদের যুবসমাজকে তৈরি করার জন্য, যুবসমাজের কর্মসংস্থান তৈরি করার জন্য আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে মাদক আসছে। আর এসব মাদকের মাধ্যমে আমাদের তরুণ ও যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাই এই মাদক থেকে, মাদকের আগ্রাসন থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে। আর এ জন্য মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ ঘোষণা করতে হবে। আমাদের তরুণ ও যুবসমাজকে রক্ষা করার জন্য, আমাদের সমাজটাকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

কর্মী সমাবেশে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাঈন উদ্দিন সাঈদের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন।

বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকী, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি জেনারেল আনিসুর রহমান, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য লুৎফুর রহমান খান মাসুম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ সানাউল্লাহ্ রাসেল, সাবেক সভাপতি মুহাম্মদ ইব্রাহিম খলিল প্রমুখ। 

Read Entire Article