আমরা ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় আনতে চাই

3 hours ago 5

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা বলেন জামায়াত দেরিতে নির্বাচন চায়, আবার চায় না—তারা বাস্তবতা বুঝতে পারছেন না। আমরা চাই, নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হোক। সেই নির্বাচন যদি আবারও ২০১৪, ২০১৮ কিংবা ২০২৪ সালের মতো হয়, তাহলে এত বছরের অপেক্ষা ও ত্যাগের কোনো মূল্য থাকবে না।

‌তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা ইসলামকে ক্ষমতায় আনতে চাই। এদেশের মানুষ আর দুঃশাসককে রাজনীতি করার অধিকার দেবে না।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বরগুনা পৌরসভার টাউন হল মাঠে জামায়াতে ইসলামীর জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক পরওয়ার আরও বলেন, আমরা কখনো দিন, ক্ষণ, মাস বা বছর বেঁধে দেইনি। আমরা শুধু বলেছি, নির্বাচনের পূর্বশর্ত হিসেবে যে সংস্কার প্রয়োজন, তা সম্পন্ন হোক। আমরা ভোট কাটতে পারবো না, আমাদের টাকা ও মাস্তান নেই। কিন্তু যাদের রয়েছে, তারাই তাড়াতাড়ি নির্বাচন চায়, যেন ভোট কেটে নিতে পারে।

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ৫ আগস্টের পর ভেবেছিলাম দেশে শান্তি ফিরে আসবে। কিন্তু এখন আবার আগের মতো চাঁদাবাজি, মাস্তানি, কমিটি দখল শুরু হয়েছে। এগুলো কি জামায়াতের লোকেরা করছে? তাহলে এত রক্ত দেওয়ার অর্থ কী?

তিনি বলেন, এই কথা বলতে গেলে কেউ কেউ কষ্ট পায়। বলে, আমাদের বলেছে। আমি কি কারো নাম নিয়েছি? তাহলে আপনি খ্যাপেন কেন? তাহলে বোঝা যায় আপনি এই কাজগুলো করেন।

আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতির বিষয়ে গোলাম পরওয়ার বলেন, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। এদেশের মানুষ এত নিষ্ঠুর, অত্যাচারী শাসককে আর কখনো বাংলাদেশের রাজনীতি করার অধিকার দেবে না।

নুরুল আহাদ অনিক/এসআর

 

Read Entire Article