‘আমরা থামব না, স্বপ্নপূরণ করবই’

1 day ago 4
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা থামব না, আমাদের স্বপ্নপূরণ করবই। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। গত ১৬ বছরের সব ঝড়-ঝঞ্ঝা আর গ্লানি মুছে দিয়ে এই নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে।  বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার রেয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত তিন দিনব্যাপী ‘দেবিদ্বার স্টুডেন্ট ফেস্ট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, স্টুডেন্ট ফেস্ট উৎসাহিত করার মাধ্যমে বাচ্চাদের মাঝে থাকা সুপ্ত প্রতিভাগুলো বিকশিত হবে। কিছুদিন পর আবার বর্ষার সিজন চলে আসলে বৃক্ষ মেলা হবে। আমরা চাই ইতিবাচক কর্মসূচি দিয়ে মানুষকে এঙ্গেজড রাখব।  অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আমরা আপনাদের পটেনশিয়াল এক্সপোর করতে চাই। আমরা চাই যে আপনাদের সন্তানদের সুপ্ত প্রতিভার বিকাশ হোক। এক্ষেত্রে যদি প্রশাসনিক কোনো সহযোগিতা প্রয়োজন হয়, অবশ্যই আমাদের জানাবেন। আমরা বিভিন্ন উপলক্ষে এবং প্রেক্ষাপটে এ ধরনের উদ্যোগগুলো মানুষের সামনে নিয়ে আসব। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট সাইদ আব্দুল্লাহ, ফাউন্ডার আপারস ক্লাস রোমের নুমেরী সাত্তার আপার, দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, সিনিয়র (সার্কেল) এএসপি মোহাম্মদ শাহীন, দেবীদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।
Read Entire Article