সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাসীহুর বলেছেন, আমরা সবাই মানুষ, কোনো সংখ্যালঘু নেই বাংলাদেশে। হিন্দু, মুসলিম, খৃস্টান, বৌদ্ধ, পাহাড়ি সবাই আমরা এ দেশের মানুষ। আমরা বুঝি যে, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। সেজন্য আমি আজকে সারাদিন ঘুরতে বের হয়েছি। আশা করছি- ধর্মীয় উপাসনালয়ে কেউ ক্ষতি করতে পারবে না।
মঙ্গলবার (৬ আগস্ট) টাঙ্গাইল শহরের বিভিন্ন মন্দির ও ধর্মীয় উপাসনালয় পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, হাজার বছর ধরে এ দেশে আমরা থাকি। কোনোভাবে যেন কেউ কোনো সহিংসতা না করে সে দিকে সবার প্রতি অনুরোধ থাকবে। আমরা আশা করি কেউ যেন কোনো উস্কানিমূলক কার্যক্রম না করে।
এসময় টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বীন মোহাম্মদ আলীসহ সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এআরটি/আরএইচ/এমএস