আমাকেও বিছানায় নেওয়ার প্রস্তাব, পুরুষ বাউলদের বিষয়ে হাসিনা সরকার

মানিকগঞ্জের ঘিওরে গত ৪ অক্টোবর এক সঙ্গীত অনুষ্ঠানে বাউল শিল্পী আবুল সরকার ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। ঘটনার পর ধর্মীয় সংগঠন ও সাধারণ মানুষ তার দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানায়। বিষয়টি পুলিশের নজরে এলে ডিবি পুলিশ গত বৃহস্পতিবার ভোরে বিশেষ অভিযানে মাদারীপুর থেকে আবুল সরকারকে গ্রেফতার করে। বর্তমানে তিনি কারাগারে আছেন। এই বিতর্কের মধ্যেই পুরুষ বাউল শিল্পীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন আরেক নারী বাউল শিল্পী হাসিনা সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, নারী বাউল শিল্পীদের প্রোগ্রাম পেতে নাকি পুরুষ শিল্পীদের কুপ্রস্তাবে রাজি হতে হয়। ভিডিওতে হাসিনা সরকার বলেন, বহুবার তাকে ইঙ্গিতপূর্ণ প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি জানান, প্রোগ্রামের জন্য অনুরোধ করলে পুরুষ বাউলেরা শর্ত দিতেন “ডাকলে যেতে হবে” এবং “সব কথা মানতে হবে”—যা স্পষ্ট কুপ্রস্তাব বলেই তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, ‘‘আমার ইজ্জত বিক্রি করে প্রোগ্রাম নেওয়ার প্রয়োজন নেই। এটাকে বাউল গান বলে না।’’ হাসিনা সরকার অভিযোগ করেন, ‘‘অনেক নারী বাউল

আমাকেও বিছানায় নেওয়ার প্রস্তাব, পুরুষ বাউলদের বিষয়ে হাসিনা সরকার

মানিকগঞ্জের ঘিওরে গত ৪ অক্টোবর এক সঙ্গীত অনুষ্ঠানে বাউল শিল্পী আবুল সরকার ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। ঘটনার পর ধর্মীয় সংগঠন ও সাধারণ মানুষ তার দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানায়। বিষয়টি পুলিশের নজরে এলে ডিবি পুলিশ গত বৃহস্পতিবার ভোরে বিশেষ অভিযানে মাদারীপুর থেকে আবুল সরকারকে গ্রেফতার করে। বর্তমানে তিনি কারাগারে আছেন।

এই বিতর্কের মধ্যেই পুরুষ বাউল শিল্পীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন আরেক নারী বাউল শিল্পী হাসিনা সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, নারী বাউল শিল্পীদের প্রোগ্রাম পেতে নাকি পুরুষ শিল্পীদের কুপ্রস্তাবে রাজি হতে হয়।

ভিডিওতে হাসিনা সরকার বলেন, বহুবার তাকে ইঙ্গিতপূর্ণ প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি জানান, প্রোগ্রামের জন্য অনুরোধ করলে পুরুষ বাউলেরা শর্ত দিতেন “ডাকলে যেতে হবে” এবং “সব কথা মানতে হবে”—যা স্পষ্ট কুপ্রস্তাব বলেই তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, ‘‘আমার ইজ্জত বিক্রি করে প্রোগ্রাম নেওয়ার প্রয়োজন নেই। এটাকে বাউল গান বলে না।’’

হাসিনা সরকার অভিযোগ করেন, ‘‘অনেক নারী বাউল শিল্পীই এই পরিস্থিতির শিকার হন। আমাকে পর্যন্ত বেডে (বিছানায়) নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আমি বাউল শিল্পী হয়ে বলছি—এখন বাউল জগতের এরকম পরিবেশ তৈরি হয়েছে। কেউ আমাকে ডাকুক বা না ডাকুক, আমার কিছু যায় আসে না।’’

আবুল সরকারের কটূক্তি বিতর্কের মধ্যেই এই নতুন অভিযোগ বাউল সম্প্রদায়ের ভেতরকার সমস্যাগুলো নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow