আমাদের চ্যালেঞ্জ নিজেদেরই মোকাবিলা করতে হবে : চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, এই দেশ আমাদের, এই দেশের চ্যালেঞ্জ অন্য দেশ থেকে কেউ এসে মোকাবিলা করবে না। আমাদের চ্যালেঞ্জ নিজেদেরই মোকাবিলা করতে হবে। চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গঠন এখন সময়, সমাজ ও রাষ্ট্রের দাবি। এ লক্ষ্যে কাজ করতে হবে। প্রযুক্তিকে করায়ত্ত করে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। সোমবার (৮ ডিসেম্বর) ১২টার দিকে চন্দনাইশ উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকার ভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি হুইল চেয়ার, ট্রাই সাইকেল, সুবর্ণ কার্ড, শিক্ষা উপকরণ, এতিম শিশুদের পোশাক, কৃষকদের মাঝে সার-বীজ, ক্রীড়াসামগ্রী, যুব প্রশিক্ষণ সনদ বিতরণ করেন। বিতরণ শেষে নতুন উপজেলা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন।  জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, ঢেউ ছাড়া সমুদ্র ও তাপ ছাড়া সূর্য যেমন মানবিকতা ছাড়া মানুষ ও তেমন, আমাদের মানবিক হতে হবে, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেনের সভাপতিত

আমাদের চ্যালেঞ্জ নিজেদেরই মোকাবিলা করতে হবে : চট্টগ্রাম জেলা প্রশাসক
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, এই দেশ আমাদের, এই দেশের চ্যালেঞ্জ অন্য দেশ থেকে কেউ এসে মোকাবিলা করবে না। আমাদের চ্যালেঞ্জ নিজেদেরই মোকাবিলা করতে হবে। চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গঠন এখন সময়, সমাজ ও রাষ্ট্রের দাবি। এ লক্ষ্যে কাজ করতে হবে। প্রযুক্তিকে করায়ত্ত করে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। সোমবার (৮ ডিসেম্বর) ১২টার দিকে চন্দনাইশ উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকার ভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি হুইল চেয়ার, ট্রাই সাইকেল, সুবর্ণ কার্ড, শিক্ষা উপকরণ, এতিম শিশুদের পোশাক, কৃষকদের মাঝে সার-বীজ, ক্রীড়াসামগ্রী, যুব প্রশিক্ষণ সনদ বিতরণ করেন। বিতরণ শেষে নতুন উপজেলা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন।  জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, ঢেউ ছাড়া সমুদ্র ও তাপ ছাড়া সূর্য যেমন মানবিকতা ছাড়া মানুষ ও তেমন, আমাদের মানবিক হতে হবে, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ঝন্টু বিকাশ চাকমা, কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, প্রাণী সম্পদ কর্মকর্তা ফেরদৌস আকতার, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক, সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আকতার সানজিদা পপি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow