আমাদের জন্য অনেক বড় জয়, অস্ট্রেলিয়াকে হারিয়ে বললেন রশিদ

4 months ago 36

আগে কখনোই অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি আফগানিস্তান। গত ওয়ানডে বিশ্বকাপে প্রায় একা হাতেই তাদের হারিয়ে দিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। এদিন তাই মোহাম্মদ নবী যখন অ্যাডাম জাম্পার ক্যাচ নিলেন, তখন উল্লাসে ফেটে পড়লো পুরো আফগানিস্তানের ডাগ আউট।

ষষ্ঠ আন্তর্জাতিক ম্যাচে এসে প্রথমবার অজিদের হারানো নিশ্চিত হয়েছে তখন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনালে খেলার সম্ভাবনা টিকে আছে তাদের। শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতে হবে আফগানিস্তানের আর অপেক্ষায় থাকতে হবে ভারতের কাছে অস্ট্রেলিয়ার হারের।

অজিদের হারানোর অনুভূতি জানিয়েছে ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান বলেন, ‘আমাদের জন্য অনেক বড় জয়। দারুণ অনুভূতি। এটা এমন কিছু, যা আমরা গত দুই বছর ধরে মিস করেছি। জয়টা পেয়ে খুবই খুশি এবং ছেলেদের নিয়ে অনেক বেশি গর্বিত।’

‘আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল একই একাদশ নিয়ে খেলতে নামা। আমরা প্রতিপক্ষকে ভালোভাবে পড়তে পেরেছি আর ওই অনুযায়ী একাদশ সাজিয়েছি। এখানে ১৪০ ভালো রান। আমরা যদিও শেষটা যেভাবে চেয়েছি সেভাবে করতে পারিনি।’

প্রথমে ব্যাট করে ১৪৮ রান করে আফগানিস্তান। ইনিংসের ৯৫তম বলে গিয়ে প্রথম উইকেট হারায় তারা, তখন দলের রান ১১৮। ম্যাচশেষে এই উদ্বোধনী জুটিকে কৃতিত্ব দিয়েছেন রশিদ। প্রশংসা করেছেন দলের বোলারদেরও।

তিনি বলেন, ‘উদ্বোধনী জুটি আমাদের শুরুটা এনে দিয়েছে। এই উইকেটে ১৩০ এর বেশি যেকোনো রান আমরা ডিফেন্ড করতে পারবো যদি শান্ত থাকি ও বিশ্বাস রাখি। এটাই দলের সৌন্দর্য, অনেক অলরাউন্ডার আর বিকল্প আছে।’

‘গুলবাদিন যেভাবে আজকে বল করেছে, তার যে অভিজ্ঞতা, সেটা আমাদের জন্য ভালো কিছু এনে দিয়েছে। যেভাবে নবী শুরু করেছে- ওয়ার্নারের উইকেট, দেখাটা শান্তির ছিল। এই জয় আমাদের, দেশ-বিদেশে আফগানিস্তানের মানুষদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত তারা গর্বিত ও ম্যাচটা উপভোগ করেছে।’

আইএইচএস/এমএস

Read Entire Article