আমাদের জানা আছে, কীভাবে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করতে হয়: তারেক
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমাদের জানা আছে, কীভাবে তরুণ-বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে হয়।” ফ্যামিলি কার্ডের পরিকল্পনার সমালোচনা করে জামায়াত নেতারা দক্ষ মানুষ গড়ে তোলার পাল্টা যে প্রচার চালাচ্ছেন, তার জবাব দিয়ে তারেক রহমান এই কথা বলেন। রবিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লার সদর দক্ষিণের সুয়াগাজীর ফুলগাজী এলাকার ‘ডিগবাজি’ মাঠে কুমিল্লা মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি মহাজনসভায় প্রধান অতিথি হিসেবে প্রায় ২৫ মিনিটের দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।