বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, আমাদের প্রত্যয় হবে আকাশের সীমানা ভেদ করব, মহাকাশে আমাদের অস্তিত্ব প্রতিষ্ঠা করা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্ভাবিত ড্রোন, কিউব স্যাটেলাইটসহ মহাকাশ গবেষণা সংক্রান্ত বিভিন্ন সরঞ্জামাদি পরিদর্শন করেন। বাংলাদেশ বিমান বাহিনীর ওমেন ওয়েলফেয়ার ট্রাস্টের সভানেত্রী সালেহা খানসহ বিমানবাহিনীর কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ও জুলাই অভ্যুত্থানের স্মৃতি তুলে ধরেন। শেষে এক কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
রবিউল হাসান/আরএইচ/জিকেএস