নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, আমরা যদি গরু, ছাগল, হাঁস-মুরগি সুস্থ রাখতে পারি, তাহলে মানুষের খুব একটা ডাক্তার লাগবে না। সুস্থ প্রাণী থেকেই নিরাপদ খাদ্য আসে।
রোববার (২৯ জুন) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের ডিনস অ্যাওয়ার্ড ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, বিএসসি ইন অ্যানিম্যাল হাজবেন্ড্রি এবং ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন এই ডিগ্রি দুটি দেশের স্বার্থেই এক হওয়া প্রয়োজন এবং চাকরির ক্ষেত্রে অবশ্যই কম্বাইন্ড ডিগ্রিকে প্রাধান্য দেওয়া হবে।
দেশীয় প্রাণিসম্পদ উন্নয়নের বিষয়ে তিনি বলেন, আমরা এখন মাংস আমদানি করবো না, বরং রপ্তানি করবো। কোরবানির পশু বিদেশে রপ্তানি করতে হলে ভ্যাক্সিনেশন অপরিহার্য। সরকার এরই মধ্যে সেই দিকেই কাজ করছে।
বৈষম্যবিরোধী আন্দোলনে শেকৃবির ভূমিকা নিয়ে তিনি বলেন, তোমাদের মতো তরুণরা নিজেদের ত্যাগ শিকার করেছে, নিজেদের জীবন দিয়েছে। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা আমরা দেখেছি তার জন্য তোমাদের সালাম জানাই। আমি মনে করি বিশ্বের ইতিহাসে অন্যতম একটি ঘটনা যা আমাদের ছাত্ররা করে দেখিয়েছেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের এএসভিএম অনুষদের ডিন প্রফেসর মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেকৃবি উপাচার্য প্রফেসর মো. আব্দুল লতিফ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. বেলাল হোসেন, ট্রেজারার প্রফেসর মো. আবুল বাশার, লাইভস্টক সার্ভিসের ডিরেক্টর জেনারের মো. আবু সুফিয়ান এবং বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইন্সটিটিউটের ডিরেক্টর জেনারেল সাকিলা ফারুক।
এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিপিআইসিসির প্রেসিডেন্ট ও নারিসের ডিরেক্টর শামসুল আরেফিন খালেদ।
অনুষ্ঠানে অনুষদের ৯০ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়। মূলত পরপর দুই সেমিস্টারে সিজিপিএ ৩.৮০ থেকে তদূর্ধ্ব সিজিপিএ অর্জনকারীদের এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
সাইদ আহম্মদ/এমআইএইচএস/জিকেএস